স্বাতী নাথ


 বাবু


হেই গ বাবু তুম্হার মুনে আছে সেই দিনট র কুথা

যখন পেত্থম দিখা হুঁইছিল তুম্হার সাথে

চইত মাসের সেসে সালবুনের ধাইর‍্যে? 

হামি ঝুড়ি ভইর‍্যে মহুয়া কুড়াই ফিরছিলম--

তুম্হাকে ভাইল্যেই(দেখে) মুনে ঘোর লাইগ্যেছিল

কি সোন্দর দেইখতে তুমি---

চাঁপা  ফুলের পারা রঙ,  এক মাথা কালো চুল

ডাগর দু ট চখ, পেটানো গড়ন,

অমন মরদ হামদ্যার গেরামে লাই আছে গ,

হামি হা হুঁয়ে তুম্হাকে ভাইলছিলম

তুমি কিন্তুক হামাকে দেখ লাই

দূরের দিকে তাকাই কি যেন ভাইবছিলে

পাতার আওয়াজে চইমকে হামার দিকে ভাইললে

এক টুকুন অবাক হুঁই জাইনতে চাইলে

কে  হামি, কুথায় থাকি-- 

আচ্মকাই থাইকতে চাইলে হামাদের গেরামে

মিসে গেলে তুম্হি কাল অ অসিক্ষিত 

ভোলা মুনের মানুস গুলার সাইথ্যে

সিখাইল্যে  কত কথা, সিধু কানুর কথা, বিপ্লবের কথা,  

অনেক কিছু জাইনলম,  চিইনলম

সিইখলম কি কইর‍্যে মাথা উঠাই বাঁইচতে হয়

লিজের অধিকার কি কইর‍্যে ছিনাই লিতে হয়

এত কিছু সিখাইল্যে,  সব্বার মুনের কুথা জাইনল্যে

সুধু জাইনলেক লাই হামার মুনের কুথা

লা কি জাইনেও না জানার ভাইন কইরল্যে

তুম্হি  ত বিপ্লবী,  তুম্হার ত ঘর বাঁইধতে লাই

একদিন আঁধার রেইত্যে লুকাই চইল্যে গেল্যে তুম্হি

জাগাইঁ দিল্যে  সব্বার মুন কে

অখন হামি তুম্হার পথেই চইলছি

সব্বাইকে সাহস জুগাই---

মাইয়্যা গুলাকে লিজের পায়ে বাঁইচতে সিখাই

তুম্হি দিখাইছ জ্ঞানের আল- অ

সিট হামি জালাই রাইখব জীবন ভর।



পাঠকের মতামতঃ